ভৌত অবকাঠামো
অত্র বিদ্যালয়ের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম পার্শ্বে দ্বিতল ভবন, উত্তর পার্শ্বে টিনসেট একতালা ভবন অবস্থিত। এখানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দের সমন্বয়ে ১টি অফিস কক্ষ, ১টি কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার, ১টি লাইব্রেরী, ১টি মেয়েদের জন্য ছাত্রী কমন রুম, ১০টি শ্রেণি কক্ষ ও ১টি গুদাম ঘর আছে।